
		নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর রুনী হত্যার নথি নিয়ে নতুন করে বিভ্রান্তির জন্ম হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে গনঅভ্যুত্থান পরবর্তী ৫ আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাযতে থাকা মামলার নথী পুড়ে গেছে। এদিকে নতুন ভাবে এই তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআই বলছে ভিন্ন কথা। সংস্থাটির দাবি ডিবি পুলিশের অনেক অফিসার বদলি হওয়ায় পুরোনো নথী খুঁজে পাওয়া যাচ্ছে না।
২০১২ সালের ১১ ফ্রেব্র“য়ারি খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনী। পতিত সরকারের প্রহসনে এ হত্যা মামলা পরিণত হয় বিচার ব্যবস্থার দীর্ঘশ্বাসে। ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও, দীর্ঘ ১৪ বছরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি আইনশৃংখলা রক্ষকারী বাহিনী।
৫ আগস্টের পর চাঞ্চল্যকর এই হত্যার জট খুলতে হাইকোর্টের দারস্থ হয় সাগররুনির পরিবার। গঠন করা হয় ৪ সদস্যের টাস্কফোর্স। সময় বেধে দেয়া হয় ৬ মাস।
মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময়, রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় ৫ আগস্ট ডিবি অফিসে দেয়া আগুনে এই মামলার অনেক নথি পুড়ে গেছে।
এসময় তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তদন্তের জন্য আরও ৬ মাস সময় মঞ্জুর করেন আদালত।
এদিকে, নথিপত্র পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। একই সুরে কথা বলেছেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেলও।
মন্তব্য করুন