
		নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সহকারী প্রেস সচিব ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক আশরাফ সিদ্দিকী বিটুসহ (৪৪) তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ মে) মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার (৫৫) ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেছার আহম্মেদ (৩৩)।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে বিটুকে গ্রেফতার করে পুলিশ।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন করে জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশে গত ৯ ফেব্রুয়ারি রমনা মডেল থানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পার্কের ভেতরে ষড়যন্ত্রমূলক মিটিং করছিল। এসময় অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিরা পালিয়ে যায়। পরে পলাতক এই তিন আসামিকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন