মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দুদকের মামলায় খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৮:০৯ এএম

নিজস্ব প্রতিবেদক: সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী।

ঢাকার ১০ নং বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম আজ মঙ্গলবার (২০ মে) সকালে এই রায় ঘোষণা করেন। রায়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আদালত।

মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক তাঁকে খালাস দিয়েছেন।

নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাহিনা খাতুন মতিঝিল থানায় মোহাম্মদ মোসাদ্দেক আলী ও স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন। মামলায় তথ্য গোপন পূর্বক মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলার পরে ১৪ ফেব্রুয়ারি ২০০৮ সালে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো.জাহাঙ্গীর আলম ঢাকার সিএমএম আদালতে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারা ও জরুরি ক্ষমতা আইনের ১(ঘ) (৫) ও ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

এক এগারোর সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ মোসাদ্দেক আলীর নামে ঢাকায় চারটি ও ময়মনসিংহের আদালতে ছয়টি মোট ১০টি হয়রানিমূলক মামলা দায়ের করে দুদক। ময়মনসিংহের চারটি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন তিনি। অপরদিকে ঢাকার চার মামলায়ও খালাস পেলেন আজ। এছাড়া স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাজনৈতিক হয়রানিমূলক আরও ৯টি মামলা দায়ের করা হয়; যা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে মামলার দায় থেকে মুক্তি পেলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ