
		জুলাই আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (২ শে জুন) ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, গত ১৯ জুন এ মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে তারা। প্রতিবেদন অনুযায়ী ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক সপ্তাহ সময় আবেদন করলে ২ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিন, সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
মন্তব্য করুন