
		জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। সোমবার ট্রাইব্যুনাল ২ এ এই মামলার শুনানী অনুষ্ঠিত হয়। এ হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রক্টরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এজাজুল হক মুকুলের প্রতিবেদন জানাচ্ছেন সাজ্জাদুর রহমান। ২০২৪ সালে ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। সেদিন সাঈদ দুই হাত প্রসারিত করার মধ্যে তাকে গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেদিন থেকেই সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। তৎকালীন সরকার পতনের আন্দোলনে সরকারি হিসাবে সাড়ে আটশর মতো মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় পতিত সরকারের নেতৃত্বে থাকা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তা এবং মাঠ পর্যায়ে যাদের বিরুদ্ধে গুলি করার অভিযোগে আবু সাঈদের পরিবার হত্যার বিচার চেয়ে গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সোমবার এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। হত্যাকাণ্ডে পুলিশ ছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। গত ২৪ জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাঈদ হত্যাকাণ্ডে সাবেক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ মোট ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ বাচ্চু, প্রক্টর শরীফুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। অন্য মামলায় কারাগারে থাকা ৪ আসামি পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ৯ এপ্রিল এ চারজনকে হাজির করার নির্দেশ দেয় এবং ১৫ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন