
		মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে বিস্ফোরক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় দুর্জয়কে। পরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সকাল থেকেই দুর্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবী করে আদালত চত্তরে বিক্ষোভ করে বিএনপিসহ বিক্ষুব্ধ জনতা।
মানিকগঞ্জ জাজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ জানান, রাষ্ট্র পক্ষ থেকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিলো। বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশা করছি সাবেক এই এমপির সর্বোচ্চ শাস্তি দিবে আদালত। গতকাল রাতে ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
মন্তব্য করুন