বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

৪০ কোটি টাকা অবরুদ্ধ ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

ডিজিএফআই সাবেক মহাপরিচালক হামিদুল হকের ৪০ কোটি টাকার এফডিআর জব্দের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (৭ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, পূবালী ব্যাংকে হামিদুল হকের চারটি হিসাবে ১০ কোটি টাকা করে এফডিআর রয়েছে। এ বিপুল পরিমাণ অর্থ জব্দে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক নওশাদ আলী।

আবেদনে বলা হয়, হামিদুল হক ও তার স্বার্থসংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

২০২২ সালের শেষ দিক থেকে ডিজিএফআইয়ে মহাপরিচালকের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল হামিদুল হক। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত আগস্টে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ১২ সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা / খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি
তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি