মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আবু সাঈদ হত্যাসহ ৬ লাশ পোড়ানোর মামলার ১২ আসামি ট্রাইব্যুনালে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ আশুলিয়ার ছয় মরদেহ গত ৫ আগস্ট পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফিসহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সঙ্গে চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ জনের মধ্যে ৮ জন কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ