
		অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাতকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৭ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনেন তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক শাহজাহান মিরাজ।
এর আগে গত ২৩ জুলাই সিএমএম আদালত সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঋণের নাম জনতা ব্যাংক থেকে এননটেক্স ২৯৭ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারকাত, সাবেক গভর্নর আতিউর রহমানসহ সংশ্লিষ্ট ২৩ জনকে আসামি করে মামলা করে দুদক।
সেই মামলায় গত ১০ জুলাই ধানমণ্ডি বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে দুদকে সোপর্দ করে। আদালতে রিমান্ড আবেদন করে রাষ্ট্রীয় পক্ষের আইনজীবীরা জানান, বিগত ১৫ বছর ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন এই আবুল বারকাত।
মন্তব্য করুন