মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সেই সুমাইয়াকে রিমান্ড আবেদন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম

গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে সাতদিনের রিমান্ডে নিতে আদলতের কাছে আবেদন করা হবে। ডিএম‌পির মি‌ডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডি‌সি (মি‌ডিয়া) তালেবুর রহমান।

এসময় তি‌নি বলেন, সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূ‌মিকা ছিলো তা ক্ষ‌তিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গতকাল অভিযুক্তসুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়। ডিবি জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে তাদের হেফাজতে নেয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে অংশ দেয়ার সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী। পরে তার স্ত্রীকে আটক করে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ