
		অর্থ পাচারের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রবিবার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা অর্থপাচারের মামলায় জি কে শামীমকে গত ৭ আগস্ট ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দেয় হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
২০২৩ সালের ১৭ জুলাই জি কে শামীমকে ১০ বছরের সাজা দিয়েছিলো ঢাকার একটি আদালত। রায়ে ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক মো. নজরুল ইসলাম বলেছিলেন, প্রসিকিউশন জি কে শামীম ও অন্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তাদের এ ধরনের অপরাধের জন্য শাস্তি দেয়া হয়েছে।
পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম। তার আপিলের ওপর গত ৭ আগস্ট হাইকোর্ট রায় দেয়
মন্তব্য করুন