সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে বিএনপির অবস্থান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

চব্বিশের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ শিবচরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই বিএনপির নেতারা উপজেলার গুরুত্বপূর্ন স্থানে পৃথকভাবে অবস্থান নেন।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ছিল। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ, র্যাব এবং বিজিবি রাতভর টহল দিয়েছে।

জানা যায়, মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল মোল্লাসহ ভোর থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহব্বায়ক শাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হুদা সেলিম খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু তার কর্মী সমর্থকদের নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সড়কে মহড়া দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা তার কর্মীদের নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার পাচ্চর গোলচত্বরে অবস্থান কর্মসূচি করেন।

নেতৃবৃন্দ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ
নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন দিন নির্ধারণ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন দিন নির্ধারণ
ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ
ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ
আজ ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ 
আজ ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ