
		পটুয়াখালী সংবাদদাতা: জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফসহ ৪ সাংবাদিক এবং ১১ জনকে ‘ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৯ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী ডিসি মঞ্চে বিসিক উদ্যোক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলায় এ সম্মাননা দেওয়া হয়।
পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
আব্দুস সালাম আরিফ ছাড়াও অ্যাওয়ার্ড পেয়েছেন- খবর পটুয়াখালীর ভিডিও এডিটর গোপাল হালদার, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল কাউম ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন