মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গাজায় সাংবাদিকদের আবাসস্থলে হামলা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৩০ এএম

আন্তর্জাতিক ডেস্ক: গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আবাসস্থলে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় দুইজন সাংবাদিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলায় আহমেদ মনসুর নামে আরেক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং তার শরীর পুড়ে গেছে। এছাড়া হামলার পর আগুনে পুড়ে যাওয়া একটি তাঁবুর ভেতরে মনসুরের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম। এছাড়া হামলায় আলজাজিরার আলোকচিত্রী মাহমুদ আওয়াদও আহত হয়েছেন।

এদিকে, ইসরাইলে বড় ধরনের হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার রাতে গাজা থেকে ইসরাইল ভূখণ্ডে অন্তত ১০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে আজ কোথায় কী
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ