
		নিজস্ব প্রতিবেদক: বৈশাখের রঙে এবার রঙিন হয়েছে বেসরকারি টেলিভিশন, বৈশাখীও। নজর কেড়েছে ঐতিহ্যবাহী কুটির শিল্পের নানা উপকরণে সাজানো প্রতিষ্ঠানটি। সেই সাথে সবার রঙিন পোশাক আর জমকালো সাংস্কৃতিক আনুষ্ঠানতো আছেই। বিশেষ এ দিনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সুস্থ ও দেশজ সংস্কৃতি লালনের আহ্বান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের। এমন বৈশাখী আমেজেই মাতোয়ারা বৈশাখী টেলিভিশনও।
দিনের শুরুতেই টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানের অন্যান্যদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান টেভিশনের অন্যান্য কর্মকর্তারা। এসময় তারা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। দিনটিতে বিশেষ সম্মাননা জানান হয় অভিনেত্রী দিলারা জামানকে।
এমন সম্মানে ভূষিত হয়ে আবেগ আল্পুত হন এই অভিনেত্রী। শুধু প্রতিষ্ঠানের কর্মরতরাই নয় বৈশাখীর এই আনন্দে যোগ দিয়েছে তাদের পরিবারের সদস্যরাও। বৈশাখী উৎসবকে আরো রাঙিয়ে দিতে দিনভর চলে সাংস্কৃতিক পরিবেশনা।
মন্তব্য করুন