
		দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গরবার (১৭ জুন) সকালে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাহারোল উপজেলার জগন্নাথপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২)। অপরজন একই এলাকার মোতালেব হোসেন (৩৩)। পুলিশ জানায়, শহর থেকে ফুলবাড়ী যাওয়ার পথে মোটর সাইকেলটিকে চাপা দেয় উল্টো দিক থেকে আসা পিকআপ। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়। অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মন্তব্য করুন