
		স্মৃতিতে স্মরণীয় দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবী মাহফুজ উল্লাহকে নিয়ে আলোকপাত করছেন তাহার হাতের গড়া তৎকালীন সময়ের ছাত্র রাজনীতির প্রিয়মুখ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, উনাকে শিক্ষক হিসেবে নয়, একজন প্রগতিশীল রাজনৈতিক বুদ্ধিজীবী হিসেবে উনি এবং উনার ভাইকে স্মরণ করতে হবে। আপনারা জানেন কিনা যুদ্ধের আগে পাকিস্তান আমলে স্বাধীন পূর্ব পাকিস্তান স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে যুদ্ধকালীন সময়েও তিনি কারাগারে ছিলেন। উনার বড় ভাই প্রফেসর মাহবুব উল্লাহ তিনি ও আমাদের নেতা হিসেবে ছিলেন। তিনি এখনও এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদেরকে স্মরণ রাখতে হবে। তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বির্ণিমানে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে মাহফুজ উল্লাহর লেখা Begum Khaleda Zia: Her life, Her History বইটি অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত। উক্ত বইটি প্রকাশিত করতে তৎকালীন সময়ের স্বৈরাচারী আওয়ামী লীগের ভয়ের কারণ হিসেবে দেশের কোনো প্রকাশনা প্রতিষ্ঠান এগিয়ে আসেননি। একমাত্র এই মোহাম্মদ অলিদ তালুকদার সে তার সাহসের সাথে তারই মাধ্যমে বাংলা বাজার একটি প্রকাশনা দি ইউনিভার্সেল একাডেমি থেকে মাহফুজ উল্লাহ ভাইয়ের বইটি প্রকাশিত হয়েছে। এগুলো সব কিছু আমাদেরকে স্বরণীয় করে রাখতে হবে। শুধুমাত্র সুদিন ফিরে আসিতেছি দূর দিনে যারা অবদান রেখেছে তাদেরকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, নারী শিক্ষা, দেশের ভৌত-অবকাঠামো নির্মাণসহ দেশ শাসনে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও কর্মময় জীবন সম্বন্ধে অনুসন্ধিৎসু পাঠকের চাহিদা পূরণে ভূমিকা রেখেছে এই বইটি। শুধু বেগম খালেদা জিয়া নয়, আমাদের জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও অসংখ্য লেখা রয়েছে তার।
বিএনপির এই নেতা আরো বলেন, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্ভীকভাবে সত্য বলতেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। এ কারণে সাহসিকতার জন্য তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন। পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে মাহফুজ উল্লাহ সাংবাদিকতা ও লেখনীর মাধ্যমে বেঁচে থাকবেন। আপনারাও সাংবাদিক হিসেবে তাকে স্মরণে রাখবেন। আমরাও রাজনীতিবিদ হিসেবে তাকে স্মরণ করব, গণতন্ত্রের রক্ষায় তার অবদান অতুলনীয়।
মন্তব্য করুন