
		বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জে ইউ জুবায়ের এর পিতা মো. দুলাল মিয়া আর নেই। আজ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারের পক্ষ থেকে জানা গেছে, প্রয়াত দুলাল মিয়া ফজরের সনয় নামাজের জন্য ওজু করে ঘরের মেঝেতে পরে যান। এসময় উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলাল মিয়া দাউদকান্দি ইউনিয়ন পরিষদের চারবারের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
বৈশাখী টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে দুলাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মন্তব্য করুন