মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ এএম

অনলাইন ডেস্ক: ইংরেজি নতুন বছরের প্রথমদিন পর্দা উঠছে আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এবারের মেলায় বিশ্বের সাতটি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। থাকছে বিভিন্ন ক্যাটাগরিতে দেশি বিদেশি ৩৬১টি স্টল। এছাড়াও জুলাই-আগস্টের স্মৃতির আদলে থাকছে জুলাই ও ছত্রিশ চত্ত্বর এবং ইয়ুথ প্যাভিলিয়ন। পণ্য প্রদশর্ণীতেও থাকছে নতুনত্ব।

মেলাকে ঘিরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ সময়ের ব্যাপক প্রস্তুতি। নির্ধারিত সময়ে মেলা উদ্বোধনের জন্য শ্রমিকরা কাজ করছেন পুরোদমে। শেষ সময়ে বেশিরভাগ স্টলের নির্মাণ কাজ সম্পন্ন করে মালিকদের কাছে হস্তান্তর করছেন কারিগররা।

মেলায় প্রবেশের টিকিটের মূল্য বড়দের ৫০ ও ছোটদের ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মেলার বাইরে হকারদের দৌরাত্ম বন্ধ করতে রয়েছে বিশেষ পদক্ষেপ।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, মেলাকে আন্তর্জাতিক মানের উন্নীত করতে কাজ চলছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান