
		বরগুনা সংবাদদাতা: বরগুনার বেতাগীতে সড়ক সংস্কারের ইট বিক্রির অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যর বিরুদ্ধে। এ ঘটনায় হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে মামলা করেছে। এর পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইট বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের একটি রাস্তা সংস্কার করছে উপজেলা পরিষদ। সম্প্রতি রাস্তার পাশ দিয়ে বেরি বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তাই রাস্তা থেকে তোলা ইটগুলো রাখা হয় ইউনিয়ন পরিষদ ভবনে।
হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ আলম মৃধা ও সাবেক সদস্য সিদ্দিকুর রহমান এসব ইট বিক্রি করে দেয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব শৈলেন চন্দ্র রায় বাদী হয়ে মামলা করলে এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ।
এঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জনিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী। এদিকে, মাসুদ মেম্বার ও সিদ্দিক মেম্বারের কাছ থেকে ইট কেনার কথা স্বীকার করেছে ইট ক্রেতারা।
মন্তব্য করুন