
		কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার সৈকতে আতশবাজি ফুটিয়ে ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করছে লাখো পর্যটক। পুরোনো বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি, বেদনা ও গ্লানি ভুলে গিয়ে প্রিয়জন ও বন্ধুদের সাথে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা। নতুন বছরে সুখ, সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা ছিল সবার।
মঙ্গলবার বিকেল পাঁচটা। আকাশ ছেয়ে যায় গোধূলি রঙে। সূর্যের লাল আভায় যেন রঙিন হয়ে ওঠে শীতল সাগর। সূর্য অস্ত যাওয়ার মূহূর্তে কক্সবাজার সৈকতে আসতে ভিড় জমে পর্যটকদের। সূর্য বিদায় নেয়ার সাথে সাথে পুরোনো বছরের প্রাপ্তি আর অপ্রাপ্তি হিসেবে কষেন অনেকে।
ইংরেজি নববর্ষ ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে সন্ধ্যার পর থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী ও সিগাল পয়েন্টে সমাগম ঘটে নানা বয়সী লাখো পর্যটকের। এসময় আনন্দ উল্লাস আর নাচ গান করে সময় কাটান তারা। ঘড়ির কাটা ১২ টা বাজতেই আতশবাজি, আর নানা রকম বিজলিবাতির আলোতে ছেয়ে যায় সৈকতের আকাশ। উড়ানো হয় রঙিন ফানুস।
এসময় পর্যটকরা নতুন বছর দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে এমনটাই প্রত্যাশা কথা ব্যক্ত করেন।
মন্তব্য করুন