
		নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন বাণিজ্য মেলার উদ্দেশ্য হলো তরুণদের ভেতর উদ্দীপনা সৃষ্টি করা। দেশকে এগিয়ে নিতে তরুণ-তরুণীদের বেশি করে উদ্যোক্তা হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলা হচ্ছে সবার সাথে যোগাযোগের বড় সুযোগ। মানুষ মাত্রই উদ্যোক্তা, কেউ শ্রমিক নয় বলেও মন্তব্য করেন তিনি। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। তরুণ-তরুণীদের এ সুযোগ কাজে লাগানোর আহবান জানান প্রধান উপদেষ্টা।
আগামীতে বাণিজ্য মেলা দেশজুড়ে ছড়িয়ে দেয়ার পরামর্শও দেন ড. ইউনূস। পরে বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলে এ নিয়ে চতুর্থবারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের বাণিজ্য মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ৭ দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া এবছর বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে।
মন্তব্য করুন