
		নিজস্ব প্রতিবেদক: পুরো শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অšর্র্বতীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) অনুষ্ঠানের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন সবার হাতে কবে বই পৌঁছানো সম্ভব হয় তা এখনই বলা যাচ্ছে না। তবে বই ছাপার বাণিজ্য কিভাবে সুশৃঙ্খল করা যায় তা করা হবে। এখানে দলীয় রাজনীতির কিছু থাকবে না।
শিক্ষা উপদেষ্টা আরো বলেন বই ছাপানোর কাজে বাধা গ্রস্থ করতে ষড়যন্ত্র করা হয়েছে। বিপরীতমুখী শক্তির মুখোমুখি হতে হয়েছে। পর্যবেক্ষণ করছি কারা সহযোগিতা করেছে কারা করেনি। গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করেছে, তবে কেউ সন্দেহের বাইরে না।
এসময় পিাঠ্যবই ঠিক সময়ে সবার হাতে পৌঁছাতে না পারায় অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা।
মন্তব্য করুন