মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বছরের প্রথম দিনেই নতুন বই শিক্ষার্থীদের হাতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম

নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। সব বই না পেলেও নতুন বই পেয়ে খুশি তারা। এনসিটিবির চেয়ারম্যান জানিয়েছেন, গেলো বছরগুলোর মতো বই উৎসবের নামে অপচয় না করেই শিক্ষার্থীদের হাতে ভালো মানের বই তুলে দেয়া হয়েছে।

জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সব বই পাবে বলেও জানান তিনি। আর বই ছাপা বাণিজ্যে বিগত সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেছেন পুরো শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান চালানো হবে।

নতুন বছরে নতুন বইয়ের গন্ধ না হলে কি চলে ! তাই তো সকাল হতে না হতেই নতুন বই নিতে স্কুলে ছুটে এসেছে শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে। বছরের প্রথম থেকেই পড়ায় মনোযোগি হওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ, অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটি পদ্ধতিতে প্রেরণ এবং এনসিটিবির ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে এনটিসিটির চেয়ারম্যান বলেন, জানুয়ারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই পেয়ে যাবে।

এসময় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দি মাহমুদ বলেন, শিক্ষার্থীরা যাতে সময়মতো বই না পায় সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে সব চেষ্টাকে প্রতিহত করা হয়েছে।

সব বই ঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে না পারায় অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান