
		নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার পর থেকে জুলাই শহীদ স্মৃতি ফাইন্ডেশনের ব্যাংক হিসাবে এ পর্যন্ত ১শ’ ৯ কোটি ২০ লাখ টাকা জমা হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ২শ ২৯ জন আহত ও শহীদ পরিবারকে ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা প্রাপ্তদের মধ্যে ৬শ’ ২৮টি শহীদ পরিবার।
আজ বুধবার (০১ জানুয়ারি) সকালে জুলাই শহীদ স্মৃতি ফাইন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সারজিস আলম।
এসময় সারজিস আলম জানান, অনেকে কাগজপত্র বানিয়ে নিয়ে আসছেন, এগুলো ভেরিফাই করতে হচ্ছে এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকার কাজ চলমান থাকায় সহায়তা প্রদানে কিছুটা ধীরগতি হচ্ছে।
এদিন আহতদের পাশে দাঁড়াতে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠানের ঘোষণাও দেন সারজিস আলম।
মন্তব্য করুন