
		নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎখাতকে আওয়ামী লীগ ১৫ বছরে ‘কুইক মানি’ তৈরির খাত বানিয়ে ছিলো বলে অভিযোগ করেছে বিএনপি। গেলো সরকারের বিদ্যুৎখাতের দুর্নীতির নানা বিশ্লেষণ তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতে ক্ষমতায় গেলে গেলো সরকারের সকল চুক্তি পর্যালোচনা করা হবে।
বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানী খাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরে বৃহস্পতিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নতুন নতুন কোম্পানি তৈরির মাধ্যমে আওয়ামী লীগের বিদ্যুৎখাতের বড় নীতি ছিল লুটপাট, দুর্নীতি ও টাকা পাচার। দুর্নীতির চেহারা ঢাকতেই কৃত্রিম সংকট তৈরি করে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছিল। ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে সংকট দেখছেন বিএনপি’র নীতি নির্ধারকরা।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় লুটপাট ও দুর্নীতি করে দেশকে খোকলা করে ফেলেছে।
বিদ্যুৎ ও জ্বালানিখাতে দুর্নীতি প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনাসহ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বচ্ছতা নিশ্চিতের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
মন্তব্য করুন