
		নিজস্ব প্রতিবেদক : স্কুলে স্কুলে আজো নতুন বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। বেশিরভাগ স্কুলে প্রাথমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকটি বিষয়ের বই পেয়েছে।
অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা এখনো কোন নতুন বই পায়নি। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ধাপে ধাপে নতুন বই পাওয়া মাত্রই তা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
রাজধানীর বেশিরভাগ স্কুলেই এখনো বই পৌঁছায়নি। তবে যে যে শ্রেণির যেসব বিষয়ের বই স্কুলে পৌঁছেছে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার যেসব শিক্ষার্থী স্কুলে আসেনি তাদের হাতে বৃহস্পতিবারও বই তুলে দেয়া হয়েছে। নতুন বই পেয়েই উল্টে-পাল্টে দেখছে শিক্ষার্থীরা। যে কয়েকটি বই পাওয়া গেছে তা দিয়েই পড়ালেখা শুরু করেছে তারা।
তবে কয়েকটি শ্রেণিতে একটিও নতুন বই না পাওয়ায় মন খারাপ হয়েছে অনেক শিক্ষার্থীর।
বেশিরভাগ স্কুলেই প্রাথমিকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা প্রায় সব বই পেয়েছে। মাধ্যমিকে দশম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বই পেয়েছে শিক্ষার্থীরা। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা কোন বিষয়ে নতুন বই এখনো পায়নি। যে কয়েকটি বই পেয়েছে তা দিয়ে ক্লাস কার্যক্রম শুরু করেছে স্কুলগুলো।
জানুয়ারির মধ্যেই সব বই পাওয়ার প্রত্যাশাও জানিয়েছে শিক্ষার্থীরা।
মন্তব্য করুন