
		ফাহিম মোনায়েম : দেশ প্রেম আর দেশ গড়ার শপথের মধ্যে শুরু হোক নতুন বছর এমন প্রত্যাশা ধর্মীয় বিশে¬ষকদের। বিদায়ী বছরে রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য ও অর্থনৈতিক নাজুক অবস্থা কাটিয়ে উঠুক। নতুন বছর হোক বিশ্বের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির পথে অগ্রযাত্রার বাংলাদেশ। সকল ধর্মের বিশ্লেষকদের একই অভিমত, মানুষে মানুষে সংঘর্ষ নয়, সকল ধর্মের মানুষ মেল বন্ধনে হোক সম্প্রীতির দেশ।
দেশের অর্থনৈতিক নাজুক পরিস্থিতি, লাগাম ছাড়া দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ায় নির্বাচনে জেতার আট মাসের মধ্যেই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন আওয়ামী লীগ সরকার। দেশ ছাড়তেও বাধ্য হয় শেখ হাসিনা।
৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অর্ন্তবর্তী সরকার। তারপর থেকে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। কোন ষড়যন্ত্রে সফল হতে না পেরে ধর্মীয় সংঘাতের গুজব সৃষ্টি করে বিশ্বের কাছে প্রশ্নের মুখে ফেলতে চেয়েছিলো।
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ২০২৫ সাল হবে দেশ প্রেম আর দেশ গড়ার শপথের বছর। নতুন বছর হোক অর্থনৈতিক অগ্রযাত্রা শুরুর বছর। একই সাথে সুদৃঢ় হবে ধর্মীয় সম্প্রীতির বন্ধন এমন প্রত্যাশা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল¬াহ, বাংলাদেশের ক্যাথলিক এর আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ঢাকার মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরসহ ধর্মীয় নেতৃবৃন্দের।
সকল মত-পথ ও ধর্মের ঊর্ধ্বে উঠে ভাবতে হবে এই দেশ সকলের। দেশের অর্জন ও সম্পদ রক্ষায় যে কোন মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহবানও ছিলো তাদের কথায়।
মন্তব্য করুন