
		ফাহিম মোনায়েম : কেমন যাবে ২০২৫? রাজনৈতিক স্থিতিশীলতা কী থাকবে দেশে? না কি অস্থিরতা! এমন প্রশ্ন দেশের মানুষের মধ্যে। আশার কথা হচ্ছে, নতুন বছরে অর্থনৈতিক অবস্থার উন্নতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নতির অগ্রযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ। বর্তমানের অগ্রগতি মার্চে গিয়ে আরো বাড়বে। বছর শেষে নির্বাচনমুখী হবে রাজনৈতিক দলগুলোও। গ্রহ-নক্ষত্র বিশ্লেষণ করে এমন তথ্যই জানান জ্যোতিষীরা।
শুরু হয়ে গেল ২০২৫ সাল। সকলের মনেই নতুন বছর নিয়ে নানা আশা রয়েছে। বিদায়ী বছরে আন্দোলন সংগ্রাম আর বহু মানুষের জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। অভ্যুত্থানের পরও নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। বহু মানুষই নতুন বছর কেমন কাটবে সেটি আগে থেকেই জেনে রাখতে চান।
এই ক্ষেত্রে সামগ্রিক ভাবে নতুন বছর কেমন কাটতে চলেছে বাংলাদেশ তা জানালো জ্যোতিষবিদ গোলাম মাওলা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব এস্ট্রোলজির পরিচালক জ্যোতিষবিদ ইকবাল মাহমুদ। বলেন, সামনের দিনগুলোতে দেশের মানুষ সামাজিক, অর্থনৈতিক অগ্রগতির দিকে যাবে যা অব্যাহত থাকবে।
জ্যোতিষশাস্ত্রবিদরা জানান, রাজনৈতিক অস্থিশ্লিলতা কাটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও জাতীয় নির্বাচন মুখী হবে সকল রাজনৈতিক দল।
রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির যে বার্তা জ্যোতিষবিদরা দিয়েছে তা যেনো বাস্তবে রূপ নেয়। দেশে আর যেনো ২৪ সালের অস্থির পরিস্থিতিতে ফিরে না আসে। উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশা দেশের মানুষের।
মন্তব্য করুন