
		লিয়ন মীর : তীব্র শীতে রাজধানীর ছিন্নমূল মানুষের রাত কাটছে অসহনীয় দুর্ভোগে। শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। শীতবস্ত্র না থাকায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। প্রাকৃতিক এই বৈরিতা থেকে বাঁচতে সরকার এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন এসব ছিন্নমূল মানুষেরা।
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে জেঁকে বসেছে শীত। পৌস মাসের শেষ ভাগের কনকনে ঠান্ডা বাতাসে নগরজীবনে নেমে এসেছে স্থবিরতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রাজধানীর ছিন্নমূল মানুষ।
সাধারণ মানুষের তুলনায় এসব ছিন্নমুল মানুষকে এই শীত কয়েকগুন বেশি ভোগান্তিতে ফেলছে। প্রতিটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে। তীব্র শীত পড়লেও এখনো পর্যাপ্ত শীতবস্ত্র পায়নি বলে জানান এসব ছিন্নমূল মানুষ।
কনকনে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে অনেকে এভাবে পথের ধারে কাগজে আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।
শীত এবং কুয়াশায় বিপাকে পড়েছে রাজধানীর রাতের রিকশা চালকরা। আয় অর্ধেক নেমেছে বলে জানান তারা।
শীতের এই সময়ে সরকার এবং সামাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন ঘরবাড়িবিহীন এসব ছিন্নমূল হতদরিদ্র মানুষ।
মন্তব্য করুন