
		নিজস্ব প্রতিবেদক: আগুন লাগার ১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবনের কয়েকটি ফ্লোর খুলে দেয়া হয়েছে। গেলো ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ১১ দিন পর রোববার (৫ জানুয়ারি) থেকে খুলে দেয়া হয়েছে ভবনটি। বিভিন্ন মন্ত্রণালয়ের আংশিক দাপ্তরিক কাজ চলছে সেখানে। গণপূর্ত সচিব জানিয়েছেন, ভবনের পুড়ে যাওয়া উপরের চারটি ফ্লোরে মেরামতের কাজ হচ্ছে। আগামী দুই সপ্তাহ পর কাজ শুরু করা যাবে। আর শ্রম সচিব জানিয়েছেন, পূর্নাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কোন মন্ত্রণালয়ে কতটা ক্ষতি হয়েছে।পুড়ে যাওয়া ৬, ৭, ৮ এবং ৯ তলা ছাড়া নীচের পাঁচটি তলায় কাজ শুরু করেছে মন্ত্রনালয়গুলো। কাজ শুরু হলেও এখনো নিচের কয়েকটি ফ্লোর ধোঁয়া মোছার কাজ চলছে। উপরের তলার আগুনের ছাই, ভাঙ্গা কাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব তলায়। বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সেবা সহ পানির লাইন সচল করার কাজ চলছে কয়েকটি কক্ষে।ভবন পরিদর্শনে গিয়ে গণপুর্ত সচিব আবদুল হামিদ খান জানান, কয়েকটি ফ্লোরে কাজকর্ম শুরু হলেও পুরো ভবনে কাজ শুরু হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। আগুনে প্রায় শতভাগ পুড়ে গেছে শ্রম সচিবের কক্ষ। এই মন্ত্রণালয়ের নথিপত্রসহ অন্যান্য জিনিসপত্রের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো জানতে আলাদা দুটি কমিটি করা হয়েছে বলে জানান শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান।আগুন লাগার চারদিন পর প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার প্রমান মিললেও পুর্নাঙ্গ তদন্তের জন্য সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠানো হয়েছে আলামত। আগামী দুই সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন হাতে পাওয়ার পর নজিরবিহীন এই ঘটনার সঠিক তথ্য জানা যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য করুন