
		কাজী ফরিদ : আওয়ামী লীগের শীর্ষ নেতারা জনপ্রতিনিধি হয়ে বিপুল অর্থ-বিত্তের মালিক হয়েছেন। ১০ থেকে ১৫ বছরের ব্যবধানে কোটি কোটি টাকা আয় ও সম্পদ বেড়েছে, তাদের শুধুমাত্র নিজের নামে নয়, সম্পদ করেছেন পরিবারের অন্য সদস্যদের নামেও। কোন কোন নেতার স্ত্রী’রআয় না থাকলেও সম্পদ আছে কোটি কোটি টাকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ওবায়দুল কাদেরের ২০০৮ সালে বার্ষিক আয় ছিলো মাত্র ১ লাখ ৪০ হাজার টাকা। ১৫ বছরের ব্যবধানে এখন বছরে আয় করেন ৩৮ লাখ টাকা, অস্থাবর সম্পদ আছে ৩ কোটি ২২ লাখ টাকার। তবে আয় ও সম্পদের সাথে ওবায়দুল কাদেরের বিলাসবহুল জীবনযাপন, বিদেশে কিছুদিন পরপর চিকিৎসার জন্য যাওয়া সংগতিপূর্ণ নয়।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, চট্টগ্রাম-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ১০ বছরের ব্যবধানে বার্ষিক আয় বাড়ে সাড়ে ৫ গুণ। তার সম্পদ বেড়েছে ৮ গুণ। এর পরিমাণ ১৪ কোটি ১৪ লাখ টাকা। বিস্ময়ের বিষয় হচ্ছে কোন আয় না থাকলেও তার স্ত্রী’র সম্পদ হলফনামায় দেখানো হয়েছে প্রায় ১০ কোটি টাকার। আরেক সভাপতিমণ্ডরীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি কাজী জাফরউল্লাহ’র বার্ষিক আয় ৫ কোটি টাকা। ১৫ বছরের ব্যবধান বেড়েছে সাড়ে ১২ গুণ। অস্থাবর সম্পদ বেড়েছে ১১ গুণের বেশি। সবশেষ হলফনামার তথ্য অনুযায়ী কাজী জাফরউল্লাহর অস্থাবর সম্পদ ৬১ কোটি টাকার বেশি। আগে তার স্ত্রী’র সম্পদ না থাকলেও এবার হলফনামায় ৩০ কোটি টাকার বেশি সম্পদ দেখানো হয়েছে। এছাড়া দুজনের নামে ৩ কোটি টাকার বেশি জমি আছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ২০০৮ সালে বছরে উপার্জন ছিলো মাত্র ২ লাখ টাকা। এবছর আয় ৮৮ গুণ বেড়ে হয় ১ কোটি ৭৬ লাখ টাকা। এই সময়ের মধ্যে তার সম্পদ বাড়ে ১৪ কোটি ২৬ লাখ টাকার আর তার স্ত্রী’র ৬ কোটি ৩৪ লাখ টাকার। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আবদুর রহমানের আয় সম্পদ দুটোই বেড়েছে। সবশেষ হলফনামার তথ্য বলছে রহমান ও তার স্ত্রী’র নামে ২১ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ আছে। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রংপুর-৫ আসনের সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান ২০০৮ সালে বছরে আয় করতেন ৯ লাখ টাকার কিছু বেশি। কিন্তু ১০ বছরের আয় বাড়ে ১২ গুণ, যা ১ কোটি ১৮ লাখ টাকা। সবশেষ হলফনামার তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ২০ কোটি ৭৮ লাখ টাকা।
মন্তব্য করুন