
		নিজস্ব প্রতিবেদক: জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকার। তবে, কবে নাগাদ ঐ বৈঠক শুরু হবে তা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রোববার (৫ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনও কিছু জানায়নি ভারত।
এসময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলায় তদন্তকাজ দ্রুততার সাথে চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
মন্তব্য করুন