
		নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্ন্তবর্তী সরকার বেশিদিন থাকতে চায় না। তিনি বলেন, সংস্কারের জন্য এক থেকে দেড় বছর সময় দরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের প্রতিবন্ধকতা তুলে ধরেন। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব।
সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এইআলোচনা অনুষ্ঠানের আয়োজন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের লক্ষ্যে এক থেকে দেড় বছরের জন্য এসেছে অর্ন্তবর্তী সরকার। মুক্তবাণিজ্যের চ্যালেঞ্জ মেকাবেলার প্রস্তুতিও চলছে। তিনি বলেন, দেশে বিনিয়োগ না বাড়ার কারণ দুর্নীতির পাশাপাশি নীতিগত ভুল সিদ্ধান্ত।
অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত সৌদিআরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। একইসাথে বাংলাদেশে এশিয়ার তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, বলে জানান তিনি।
এর জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অতীতে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিয়ে সমালোচনা ছিল। বর্তমান সরকার বিনিয়োগবান্ধব।
বিদেশে কর্মসংস্থান বাড়াতে সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি পাঠাতে তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা।
মন্তব্য করুন