
		নিজস্ব প্রতিবেদক: আগুন লাগার ১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আবার সরকারি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল থেকে ভবনের প্রথম তলা থেকে ৫ম তলায় থাকা বিভিন্ন মন্ত্রণালয়ে আংশিক দাপ্তরিক কাজ শুরু হয়। ভবন পরিদর্শনে এসে গণপূর্ত সচিব জানান, পুড়ে যাওয়া উপরের চারটি ফ্লোরের মেরামতের কাজ হচ্ছে। দুই সপ্তাহ পর এসব ফ্লোরে অফিস শুরু করা যাবে।
গত ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগায় ৯তলা ভবনটির ৬ষ্ঠ থেকে ৯ম তলা পর্যন্ত পুড়ে যায়। বাকি ফ্লোরগুলোতে আগুন না লাগলেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব ফ্লোর ধুয়ে মুছে কাজের উপযোগী করেছে গণপূর্ত বিভাগ।
আগুন লাগার ১১দিন পর রোববার সকাল থেকে ভবনটির প্রথম থেকে ৫ম তলায় দাপ্তরিক কাজ শুরু হয়েছে। বিভিন্ন ফ্লোর ঘুরে দেখা গেছে, ভনটিতে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ চলছে সেখানে। যদিও এসব ফ্লোরে বিদ্যুৎ, পানি, ইন্টারনেটের মতো পরিষেবাগুলো এখনো পুরোপুরি চালু হয়নি।
ভবন পরিদর্শনে এসে গণপূর্ত সচিব আবদুল হামিদ খান জানান, পরিস্কার পরিচ্ছন্ন করার পর পুরো ভবনে কাজ শুরু হতে আরো কিছুদিন সময় লাগবে।
আগুন লাগার ঘটনার পুর্নাঙ্গ তদন্তের জন্য আলামত সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠানো হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার সঠিক তথ্য জানা যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য করুন