
		নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ওইদিন রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।
স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এসময় খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপিপ্রধান দলের নেতাদের দিকনির্দেশনা দেন। জনগণ ও গণতন্ত্রের জন্য নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। ৭৯ বছর বসয়ী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
মন্তব্য করুন