মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নারী চিকিৎসকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৩ পিএম

দিনাজপুর সংবাদদাতা: নারী চিকিৎসককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-সেবিকারা।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানবনবন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীরা অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর গাইনি সার্জন সহকারী অধ্যাপক ডা. আরজু শামীমা রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জনৈক গর্ভবতী রোগীর অপারেশনের আগে কিছু পরামর্শ প্রদান করেন।

ওই সময় রোগীর স্বামী ও স্বজনরা চিকিৎসকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং চিকিৎসক শামীমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। অন্যথায় নুতন করে কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন তারা। আগামীতে যাতে এই ধরনের ঘটনার পূনরাবৃত্তি না হয় সে জন্য প্রশাসন ও হাসপাতাল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনসহ আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ ফারহানা দেওয়ান, অধ্যাপক ডাঃ সালমা রউফ, ডা, ইশরাত শারমীন, ডাঃ শাহ মোঃ ইসমাইল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান