মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজধানীতে জমকালো ফ্যাশন শো-দ্যা গ্রেট কামব্যাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বিরতির পর রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো-দ্যা গ্রেট কামব্যাক। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জুলাই বিপ্লবের স্মৃতির আদলে তৈরী পোশাকসহ মোট ৭টি ক্যাটাগরিতে ফ্যাশন শো প্রদর্শিত হয়। এর আগে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকের প্রদর্শনী।

মঙ্গলবার দুপুর থেকেই রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ছিলো উৎসবের আমেজ। জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের পর দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হলো ’দ্যা গ্রেট কামব্যাক’ ফ্যাশন শো।

মোট ৭টি ক্যাটাগরিতে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরিতে বাহারী রং ও ডিজাইনের পোশাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে নিজেদের উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শো’তে প্রদর্শিত পোশাকে ফুটে ওঠে জুলাই গনঅভ্যুত্থানের স্মৃতি এবং ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন থিম। শিক্ষার্থীদের তৈরী সৃজনশীল নকশাগুলো মুগ্ধ করে অতিথি ও আয়োজকদের।

হল রুমের বাইরে প্রদর্শন করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকের। এসব পোশাকে নতুনত্বের পাশাপাশি বাংলাদেশের ঐহিত্যকে উপস্থাপন করা হয়।

ফ্যাশন শো এর মাঝে মাঝে অনুষ্ঠিত হয় লোকগীতি ও শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের নান্দনিক নৃত্য পরিবেশনা। যা এক ভিন্ন মাত্রা যোগ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান