
		অনলাইন ডেস্ক : সড়ক অবরোধ না করে খোলা মাঠে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (৮ জানুয়ারি) ঢাকা ক্লাবে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এই অনুরোধ জানান।
ডিএমপি কমিশনার বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ছিনতাই মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। ছিনতাইকারিদের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে।
এসময় তিনি ঢাকাবাসীকে সতর্কভাবে চলাফেরার আহবান জানান। বলেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কোথায় কতটুকু বল প্রয়োগ করা হবে সেটা জানাতে হবে। এজন্য কিছু সময়ের প্রয়োজন।
মন্তব্য করুন