
		নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য লন্ডনের কাছাকাছি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কাতার এয়ারওয়েজের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে তিনি। বাংলাদেশ সময় বুধবার দুপুরের পর হিথ্রো বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে তাঁর। সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেয়া হবে। পরবর্তী করণীয় জানাবেন চিকিৎসকরা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাত এগারোটার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা তাকে বিদায় জানান। রাত সাড়ে ১১টার পর বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কয়েক মিনিটের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
চিকিৎসার সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এয়ার এ্যাম্বুলেন্সে কাতারের বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও ছিলেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা। লন্ডনে যাওয়ার পথে কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের যাত্রা বিরতি দেয় বিশেষ বিমানটি। এসময় কাতারে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাত করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন।
সাত বছর পর হিথরো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে থাকবেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ লন্ডন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। আনুষ্ঠানিকতা শেষে সরাসরি নেয়া হবে হাসপাতালে। সেখানে পরীক্ষার পর ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি’র যুক্তরাজ্য শাখার আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম লিয়াকত আলী।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডনে বিমানবন্দরসহ হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ও সাক্ষাত সীমিত করা হয়েছে।
মন্তব্য করুন