
		নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতে ভিসার মেয়াদ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন না বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই-আগস্টের আন্দোলনে স্কুল শিক্ষার্থীসহ নিহত চারজনের পরিবারের সদস্যদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাত করেন আমরা বিএনপি পরিবারের সদস্যরা।
এসময় নিহতদের পরিবারের খোঁজ নেয়ার পাশাপাশি কিছু আর্থিক সহায়তা দেয়া হয়।
পরে সাংবাদিকদের রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় বসে ষড়যন্ত্রের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে।
মন্তব্য করুন