
		নিজস্ব প্রতিবেদক : রাজধানীরসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দুপুর পর্যন্ত দেখা নেই সূর্যের। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও শীতের অনুভূতি রয়েছে জনজীবনে। হঠাৎ শীতের প্রকাপে দূর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছে এই পরিস্থিতি থাকতে পারে আরো দুদিন।
আজকের সকালটা রাজধানীর বাসীর কাছে অন্যরকম এক আমেজ নিয়ে এসেছে। শীতের সকালে হঠাৎ করেই যেন প্রকৃতির মেজাজে ভিন্নতা চলে এসেছে। গেলো কয়েক দিনের চেয়ে এদিন আরো বেশি কুয়াশার চাঁদরে ঢেকে গেছে রাজধানীর পথঘাট আর অলিগলি। মেঘ আর কুয়াশার আচ্ছাদনের ঢাকা পরেছে সূর্যের ঝিলিক। রোদের দেখার না পাওয়ায় হঠাৎ করেই যেন জড়োসড় হয়ে পরেছে যান্ত্রিক কোলাহল।
গেলো কয়েকদিন প্রকৃতিকে তেমন শীত না থাকায় যারা আক্ষেপ করছিলেন তারও যেন কিছুটা কাহিল হয়ে পড়েছে। তাই গরম কাপড়ে নিজেকে জড়িয়ে কাজে বের হতে হয়েছে। অনেকেই আবার অপেক্ষায় ছিলো কখন কুয়াশা কেটে দেখা মিলবে রোদের।
শীত বাড়ায় জমে উঠেছে গরম কাপড় বিক্রি। চায়েরও কাপেও বাড়তি উষ্ণতা খোঁজার চেষ্টা করছে অনেকে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে মেঘ এবং কুয়াশার কারণেই বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী দুএকদিন এই পরিস্থিতির পাশাপাশি শৈত্যপ্রবাহের সম্ভাবনার রয়েছে।
দুপুরের পর আকাশে কিছুটা রোদের ঝিলিক দেখা যাওয়ায় শীতের অনুভতি কিছুটা কমেছে। তবে রাতে তাপমাত্রা আবারো কমে আসবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
মন্তব্য করুন