
		চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন বার্ন ইউনিটের ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা হচ্ছে না। বরং পাহাড়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
আজ (বুধবার) দুপুরে বার্ন ইউনিট নির্মাণে অগ্রগতি বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় প্রকল্পের ভূমিধস এড়াতে পাহাড়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন পরিচালক।
পাহাড় রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে প্রকল্প নির্মাণ প্রতিষ্ঠান। সভায়, সরকারী বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ২৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বার্ন ইউনিটে থাকছে ১৫০ শয্যার হাসপাতাল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মে একনেকে অনুমোদন পায় ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প। নগরীর চট্টেশ্বরী রোডে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের পশ্চিমে গোয়াছি বাগান এলাকায় ২৮৫ কোটি টাকার এ প্রকল্পের মধ্যে চীন সরকার অর্থায়ন করবে ১৮০ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে ১০৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি ছয়তলা ভবন নির্মিত হবে। বার্ন ইউনিট প্রকল্প এলাকায় পাহাড় কাটার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই তড়িঘড়ি করে এই অংশীজন সভা ডাকে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন