
		অনলাইন ডেস্ক : ঢাকা আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত সরিয়ে নেয়ার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা মাদরাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে বুধবার (৮ জানুয়ারি) সারারাত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এদিকে আজ থেকে বডিআর বিদ্রোহের বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।
তাদের দাবি-আলিয়া মাদরাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান।
মন্তব্য করুন