
		নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা শুরু হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার।
বুধবার (৮জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
ভর্তি হবার পর বুধবারই স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় বেগম জিয়ার।
এর আগে বুধবার বাংলাদেশ সময় বিকাল তিনটার কিছু আগে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। সেখান থেকে বড় ছেলে তারেক রহমানের গাড়িতে করে হাসপাতালে যান।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।
মন্তব্য করুন