
		নিজস্ব সংবাদদাতা: আগামী মাসের মধ্যে সব শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় উপদেষ্টা মাহফুজুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে ছাত্রদের প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগামী সপ্তাহে দিনক্ষণ চূড়ান্ত হবে।
সমসাময়িক নানা বিষয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে অন্তর্র্বতী সরকারের প্রেস সচিব শফিকুল আলমের পাশাপাশি উপদেষ্টা মাহফুজ আলমও সাংবাদিকদের সাথে কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দ্রুতই দেয়া হবে তবে, তা হবে সকল পক্ষের ঐক্যমতের ভিত্তিতে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার কিছু নির্দেশনা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ফেব্র“য়ারির মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছাবে।
অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে মাজার ও কাওয়ালি আয়োজনে হামলাগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।
মন্তব্য করুন