
		নিজস্ব প্রতিবেদক : দ্রুত নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি।
শুক্রবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সাথে বৈঠক করে বিএনপি’র লিয়াজো কমিটি।
এসময় শিগগিরই নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচি চূড়ান্ত করতে নানা বিষয়ে আলোচনা হয়। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনে পথে হাটার বিষয়ে একমত হয়েছে।
পরে বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে। এসময় জামায়াতের সাথে তাদের দূরত্ব বাড়ছে না বলেও মনে করেন তিনি।
মন্তব্য করুন