
		নিজস্ব প্রতিবেদক : ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী রাজধানীর চালের বাজার। গত এক মাসে সবধরনের চাল কেজিপ্রতি বেড়েছে ৪ থেকে ৫ টাকা। একইভাবে মুরগির দামও বাড়ছে। বেড়েছে আদা, রসুন ও মাছের দাম। তবে সবজির দাম আছে নাগালের মধ্যে।
আমন ধান সদ্য ঘরে এলেও কমছে না চালের দাম। বরং ধীরে ধীরে বাড়ছে বাজারে। মাসের ব্যবধানে প্রতিকেজি চালে ভোক্তাকে গুণতে হচ্ছে ৫ টাকা বেশি। সবচেয়ে সহজ লভ্য হিসেবে পরিচিত মোটা চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। মাসখানেক আগেও যা পাওয়া যেত ৫০ টাকায়। আটাশ চাল ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। মিনিকেট সর্বনিম্ন ৭২ টাকা থেকে শুরু করে ৮২ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। আর নাজির শাইলের কেজি ৮৫ টাকা।
ক্রেতারাও হতাশ চালের এমন বাড়তি দামে। মুদি দোকানে বেশিরভাগ পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে আদা ও রসুনের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।
রুই-কাতল মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে কেজিপ্রতি। আর রূপালি ইলিশের দাম এখনও নাগালের বাইরে। আকারভেদে কেজি ১২০০ টাকা থেকে শুরু করে ২২০০ টাকা পর্যন্ত দাম রাজধানীর বাজারে।
মুরগির বাজারও অশান্ত। অল্প অল্প করে বাড়ছে প্রতি সপ্তাহেই। তবে শীতের সবজির দাম স্বস্তি দিচ্ছে ক্রেতাদের।
এদিকে আড়াই বছর আগে তিনগুণ দাম বৃদ্ধি পাওয়া ভিনদেশি ফলমূল এখনও সাধারণের নাগালের বাইরে। কেজিপ্রতি ৩০০ টাকার ওপরে সব বিদেশি ফলের দাম। ২০২২ সালের মাঝামাঝি সময়ে ডলার সংকটের কারণে বৃদ্ধি পেয়েছিলো এসব পণ্যের দাম, যা এখনও কমেনি।
মন্তব্য করুন