
		নিজস্ব প্রতিবেদক: শ্রমিকের জীবন মান উন্নয়ন, সুবিধা বাড়ানো, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শিশু শ্রম বন্ধসহ দেড় শতাধিক প্রস্তাবনা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি।
রবিবার (১২ জানুয়ারি) ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক আলোচনা সভায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয়।
শ্রম আইন বাস্তবায়নের তাগিদও দেয়া হয় আলোচনা সভায়।
অনুষ্ঠানে শ্রম সংস্করণ কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকরা বেতনের জন্য রাস্তায় নামবে, গুলি খাবে এটা চলতে পারে না।
তিনি বলেন, শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে। সংস্কারে জনআকাঙ্খার প্রতিফলন না থাকলে তা সুফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন