মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারতীয় রাষ্ট্রদূতকে তলব, ঢাকার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের দপ্তরে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার (১২ জানুয়ারি) বিকেলে ভারতীয় দূতকে পররাষ্ট্রসচিবের দপ্তরে ডেকে আনা হয়।

আধা ঘণ্টার বেশি সময় পররাষ্ট্রসচিবের দপ্তরে ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মধ্যে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশের গভীর উদ্বেগের বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অভিন্ন সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

এর আগে সচিবের দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় দূত।

প্রণয় ভার্মা বলেন, অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য ভারতের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা, চোরাচালান, অপরাধী এবং পাচারের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করার ও সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছি।

ভারতীয় হাইকমিশনার বলেন, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং বিজিবি এ ব্যাপারে যোগাযোগ করছে। আমরা আশা করি যে, আলোচনা বাস্তবায়িত হবে এবং অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পদ্ধতি থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান